পরলোক গমন করলেন বাঘারপাড়ার বীর মুক্তিযোদ্ধা বিমল বিশ্বাস

0
10
পরলোক গমন করলেন বাঘারপাড়ার বীর মুক্তিযোদ্ধা বিমল বিশ্বাস
পরলোক গমন করলেন বাঘারপাড়ার বীর মুক্তিযোদ্ধা বিমল বিশ্বাস

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

পরলোক গমন করে না ফেরার দেশে চলে গেলেন বাঘারপাড়ার বীর মুক্তিযোদ্ধা বিমল বিশ্বাস। ৭৫ বছর বয়সে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পরলোকগমন করেন তিনি। মৃত্যু সংবাদ শুনে পাইকপাড়া গ্রামস্থ তার বাসভবনে ছুটে যান প্রতিবেশী, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।

রোববার ১২ টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি বীর মুক্তিযোদ্ধা বিমল বিশ্বাস কে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলাইমান হোসেন বিশ্বাস, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী , সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল্যাহ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিনসহ উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

পরে দুপুর ২ টায় পাইকপাড়া মহা শ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিমল বিশ্বাস স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।