স্টাফ রিপোর্টার
সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নড়াইল জেলা পর্যায়ে নির্বাচিত ৫জন জয়িতাকে সম্মানা দেয়া হয়েছে। তারা হলেন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় লোহাগড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় ইলোরা পারভীন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করায় তাহেরা বুলবুলী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় নাজমা বেগম এবং সফল জননী নারী হিসেবে শাহীনূর খানম। বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে শুক্রবার (৯ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের হলরুমে তাঁদেরকে সম্মাননা দেয়া হয়।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শ্রেষ্ঠ জয়িতাদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার,মুক্তিযোদ্ধা এসএ বাকীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।