বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ১০ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস পালিত

0
6
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ১০ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস পালিত
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ১০ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস পালিত

স্টাফ রিপোর্টার

১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস পালিত হয়েছে। এদিন সকালে নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ড এর গনকবরে পুস্পস্তবক অর্পণ শেষে একটি র‌্যালী থেকে শুরু হয়ে বঙ্গবন্ধুর মুর‌্যাল, ৭১ এর বধ্যভূমি, মুক্তিযুদ্ভোর স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ শেষে, জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া নড়াইল চিত্রা থিয়েটারের মুক্ত দিবসের উপর এনভায়রনমেন্টাল থিয়েটার (১০ ডিসেম্বর যেভাবে নড়াইল মুক্ত হয়েছিল সেই মুক্তিযুদ্ধের মহড়া) জারী গান এবং দৈনিক সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে গণকবরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম কবির, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিন সকালে গণকবর ও বধ্যভূমিতে সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, নড়াইল প্রেসক্লাব, সাংস্কৃতিক জোট, চিত্রা থিয়েটার, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও স্থানীয় রাজাকারদের পরাজিত করে নড়াইলকে শত্রুমুক্ত করেন বাংলার বীর মুক্তিযোদ্ধারা।