বাঘারপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও জনতার বিক্ষোভ মিছিল

0
6
বাঘারপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও জনতার বিক্ষোভ মিছিল
বাঘারপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও জনতার বিক্ষোভ মিছিল

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

শনিবার বাঘারপাড়ায় বিএনপিসহ স্বাধীনতা বিরোধীচক্রের নৈরাজ্য সৃষ্টি ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা ও জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এদিন বিকালে সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী এ বিক্ষোভ মিছিলের আয়োজনে করেন। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাযার্লয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাযার্লয় থেকে শুরু হয়ে উপজেলাা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলাইমান হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুস সালেক, বীর মুক্তিযোদ্ধা ছদর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন রায়, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দু বিশ্বাস ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই প্রমুখ।