নড়াইলে পল্লী চিকিৎসক বিশ্বজিৎ সাহার বাড়িতে হামলা, আতঙ্কগ্রস্থ পরিবার

0
6
নড়াইলে পল্লী চিকিৎসক বিশ্বজিৎ সাহার বাড়িতে হামলা, আতঙ্কগ্রস্থ পরিবার
নড়াইলে পল্লী চিকিৎসক বিশ্বজিৎ সাহার বাড়িতে হামলা, আতঙ্কগ্রস্থ পরিবার

স্টাফ রিপোর্টার

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর গ্রামের পল্লী চিকিৎসক বিশ্বজিৎ সাহার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ওই বাড়ির জানালা, দরজা ও একটি মোটর সাইকেল ভাংচুর করে। এসময় দুজনকে পিটিয়ে আহত করা হয়েছে। সোমবার রাত সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

ভূক্তভোগী পল্লী চিকিৎসক বিশ্বজিৎ সাহা বলেন, ‘ সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে আমি ইজিবাইকে নড়াইল থেকে বাড়িতে আসি। তখনই হঠাৎ করে ২০/৩০ জন অতর্কিত এসে হামলা করে। আমি দ্রুত ঘরে ঢুকে যাই। তখন আমার ঘরের জানালা-দরজা ভাংচুর করে। আমার মোটর সাইকেলটিরও কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। সন্ত্রাসীরা আমাকে বহনকারী ইজিবাইকটি ভাংচুর করে। এছাড়া ইজিবাইক চালক জঙ্গল গ্রামের খায়রুল ও আমার সহকারী হালিমকে মারধর করে। হামলাকারীদের মধ্যে একই গ্রামের ইমন (২৬), বাধন (৩০), খালিদ (২৫), মিঠু (৩৫), বিপ্লব (২৫) সহ ৬/৭জনকে চিনতে পেরেছি। তাৎক্ষণিকভাবে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জকে ফোন করে জানানো হয়েছে।

হামলার কারন সম্পর্কে বলেন, ‘আমি একজন পল্লী চিকিৎসক। এলাকায় চিকিৎসা সেবা দেই। ৩মাস আগে একই গ্রামের হবিবর মোল্যার ছেলে ইমন আমার কাছে চাঁদা দাবি করেন। তখন থানায় অভিযোগ করি। বিষয়টি নিয়ে নড়াইল সদর থানার এসআই শাফায়েত হোসেন ও চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়ার মধ্যস্থতায় নিরসন হয়। ধারণা করছি সেই রাগের বহিঃপ্রকাশ হিসেবে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে। আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।’

বিশ^জিৎ সাহার স্ত্রী টুম্পা সাহা বলেন, ‘ আমার স্বামী ইজিবাইকে চড়ে বাড়ির উঠানে এসে নামেন। তখন একদল লোক আমাদের বাড়িতে প্রবেশ করলে আমি চিৎকার দিয়ে আমার স্বামীকে ঘরে নিয়ে আসি। তখন আমাদের ঘরবাড়ি কুপিয়ে নষ্ট করে এবং গুলি করার ভয় দেখায়। আমি আমার স্বামীকে রক্ষা করতে পেরেছি। আমার শাখা সিদুর রক্ষা করতে পেরেছি। আমরা হিন্দু সম্প্রদায়। ঘটনার পর থেকে চরম আতঙ্কে রয়েছি। আমরা একটু নিরাপত্তা চাই। একটু শান্তিতে বসবাস করতে চাই।’

চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বর মোঃ বাবন মোল্যা বলেন, ‘ খবর শোনার পর বিশ্বজিতের বাড়িতে গিয়েছি। খোঁজখবর নিয়েছি। বিশ্বজিৎ সাহাকে আইনগতভাবে এগিয়ে যাওয়ার অনুরোধ করেছি।’

নড়াইল সদর থানার অফিসার ইনচাজ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, ‘ খবর শোনার পর রাতেই পুলিশ বিশ্বজিৎ সাহার বাড়ি পরিদর্শণ করেছে। এ ব্যাপারে অভিযোগ হাতে পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ওই পরিবার নিরাপত্তার অভাববোধ করে তাহলে সে ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’