প্রতিটি ঘরের মাই একেকজন শ্রেষ্ঠ জয়িতাঃ নড়াইল উপজেলা নির্বাহী অফিসার

0
7
প্রতিটি ঘরের মাই একেকজন শ্রেষ্ঠ জয়িতাঃ নড়াইল উপজেলা নির্বাহী অফিসার
প্রতিটি ঘরের মাই একেকজন শ্রেষ্ঠ জয়িতাঃ নড়াইল উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক

নড়াইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নড়াইল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম উক্ত উক্তিটি করেন। জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নড়াইল জেলার সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের খলিশাখালী সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গনে।

২৭ ডিসেম্বর ২০২২ তারিখে বিকাল তিন ঘটিকায় অনুষ্ঠেয় মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদিয়া ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার, নড়াইল সদর উপজেলা, নড়াইল ৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজমুল ইসলাম, সহকারী পরিচালক, জেলা গণগ্রন্থাগার, প্রণব কুমার প্রামাণিক, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নড়াইল এবং মো সাইফুল ইসলাম, চেয়্যারম্যান, সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদ ও ইউপি মেম্বারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন মো ইব্রাহিম আল মামুন, জেলা তথ্য অফিসার, নড়াইল।

মহিলা সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, বা/ল্যবিবাহ ও যৌ/তুক প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সকল প্রকার শারীরিক ও মানসিক নি/র্যাতন রোধ বিষয়ে সকলকে সক্রিয় ভূমিকা রাখতে হবে৷ শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সকল পরিবার যেন কৃমিমুক্ত থাকে সে বিষয়ে বক্তারা জনগণকে সচেতন করেন। এছাড়া শিশুদের করোনা টিকা প্রদান বিষয়ে মায়েদের সচেতন করা হয় ৷ ডেঙ্গু রোগের কারণ ও প্রতিরোধ বিষয়ে বক্তারা উপস্থিত নারীদের উদ্দেশ্যে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন৷

এছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল মানুষের অংশীদারত্ব বিষয়ে বিসদ আলোচনা করা হয়। মহিলা সমাবেশে প্রায় দেড় শতাধিক নারী উপস্থিত ছিলেন।