নড়াইলে জাতীয় সমাজসেবা দিবস পালিত

0
3
নড়াইলে জাতীয় সমাজসেবা দিবস পালিত
নড়াইলে জাতীয় সমাজসেবা দিবস পালিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় নড়াইলের আয়োজনে সোমবার (২ জানুয়ারী) সকালে র‌্যালি, আলোচনাসভা এবং ভিক্ষুক পুনর্বাসন কর্মসুচির আওতায় ভিক্ষুকদের মাঝে গরু, ছাগল, মুদি দোকানের মালামাল, শাড়ী, থ্রিপিস বিতারণ করা হয়।

১০ জনকে ১৫টি ছাগল, ৩ জনকে গরু ও ৫ জনের মাঝে বিভিন্ন পন্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদার’র সভাপতিত্বে এসব কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান। আরোও উপস্থিত ছিলেন পৌর মেয়র আনজুমান আরা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফখরুল হাসান, জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, এ্যাডভোকেট রওশন আরা কবির লিলি প্রমুখ।