নড়াইলে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ

0
5
নড়াইলের দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ
নড়াইলে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার

বঙ্গবন্ধু তনয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নড়াইলে শীতকালীন কম্বল, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে নড়াইল পৌরসভার আয়োজনে দুস্থ্যদের মাঝে সাড়ে পাঁচ হাজার কম্বল, দুইটা সেলাই মেশিন ও তিনটি হুইল চেয়ার বিতরণ করা হয়। নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা’র সভাপতিত্বে দুস্থ্যদের মাঝে এসব তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর রেজাউর বিম্বাস, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্র নেতা মেশকাতুল ওয়াজীন লিটু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল, কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

গরীব অসহায় মানুষের প্রয়োজনের সময় পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, দুস্থ্যদের মাঝে পাঁচ হাজার কম্বল, দুইজন বিধবা মহিলাকে সেলাই মেশিন ও তিনজন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।