স্টাফ রিপোর্টার
নড়াইলে দুর্ঘটনা ও প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারী) সকালে নড়াইল সিভিল সার্জন অফিসের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নড়াইল সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, লাইফস্টাইল হেলথ এডুকেশন এ্যান্ড প্রমোশন এর আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন নড়াইলের সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার।
কর্মশালায় আলোচ্য বিষয়ে বক্তব্য তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শুভাশীষ বিশ্বাস, ডাঃ সুব্রত হালদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোল্যা ফোরকান আলী, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মখর্তা উম্মে ফয়জুন নাহার সুর্বনা, শরীফ নাজমুল হাসান প্রমুখ।
কর্মশালায় সড়ক দুর্ঘটনা, অগ্নিকান্ড, পানিতে ডুবে মৃত্যু, অপমৃত্যু, সাপ ও কুকুরে কামনানো সহ বিভিন্ন ধরণের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়। পাশাপাশি এসব দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কেও ধারণা দেয়া হয়। কর্মশালায় চিকিৎসক. সাংবাদিক, ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কমৃকর্তাবৃন্দসহ ৫০জন এ অংশগ্রহণ করেন।