নড়াইলে অ্যাথলেটিকস্ ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত

0
9
নড়াইলে অ্যাথলেটিকস্ ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত
নড়াইলে অ্যাথলেটিকস্ ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রবিবার ২২ জানুয়ারি দিনব্যাপী কালিয়া উপজেলার চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার প্রায় ২০০ জন শিক্ষার্থী ১৬ টি ইভেন্টে অংশগ্রহণ করে। জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রনব কুমার প্রামানিক, সহকারি পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নড়াইল, বিশেষ অতিথি ছিলেন মো: আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক, চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। পড়ালেখার পাশাপাশি ভালো খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়েোজন করা হয়।