স্টাফ রিপোর্টার
নড়াইলে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের ১৭টি স্কুলে শিক্ষা উপকরণ, ১৭জন শিক্ষককে আর্থিক সম্মানি ও ৩’শ মতুয়া ভক্তবৃন্দ্রকে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে শহরের মহিষখোলায় শরীফ ভবনে মতুয়া নেতা বরুন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। বক্তব্য দেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা সমজাসেবা অধিদপ্তরের উপ-পরিচালকক রতন কুমার হালদার, শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের জেলা সাধারন সম্পাদক অসীম পাল, মতুয়া মিশনের অর্থ বিষয়ক সম্পাদক অসিত কুমার মজুমদার প্রমুখ।
জানা গেছে, জেলার তিন থানার ১৭টি শ্রী শ্রী হরিলীলামৃত স্কুলে ৫-৬ বছরের শিশুদের বিনা বেতনে নৈতিক শিক্ষা দেওয়া হয়। ২০২০ সালের জানুয়ারী থেকে নড়াইল জেলা মতুয়া মিশনের প্রয়াত সভাপতি রুপকুমার মজুমদার এসব স্কুল প্রতিষ্ঠা করেন। প্রত্যেক স্কুলে ১জন করে শিক্ষক বিনা বেতনে কাজ করে আসছেন। শুক্রবার এসব শিক্ষককে ১ হাজার টাকা সম্মানি প্রদান করা হয়। এছাড়া নর্দান বিশ^বিদ্যালয়ের নব নিযুক্ত ভিসি নড়াইলের কৃতি সন্তান ড. শরীফ আশরাফুজ্জমান ও তার সহধর্মিনী চট্রগ্রাম আগ্রাবাদ রোটারী ক্লাবের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ডোরা এসব স্কুলের জন্য শিক্ষা উপকরণ ও কম্বল প্রদান করেন।