গৌরীপুরে বিএনপি’র নেতা-কর্মীর ওপর হামলা ও গাড়ি ভাংচুর

0
3
গৌরীপুরে বিএনপি’র নেতা-কর্মীর ওপর হামলা ও গাড়ি ভাংচুর
গৌরীপুরে বিএনপি’র নেতা-কর্মীর ওপর হামলা ও গাড়ি ভাংচুর

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি’র ইউনিয়ন পদযাত্রা কর্মসূচীর প্রস্তুতিকালে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা ও বেশ কয়েকটি গাড়ি ভাংচুরের অভিযোগ ওঠেছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কলতাপাড়া এলাকায় স্থানীয় আনোয়ারা খাতুন রহমানীয়া মাদ্রাসা ও এতিমখানায় এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র অন্যতম নেতা হাফেজ আজিজুল হকসহ বিএনপির স্থানীয় ৫ জন নেতা-কর্মী রক্তাত্ব আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে ১টি প্রাইভেটকার, ৫টি মটর সাইকেল, চেয়ার-টেবিলসহ মাদ্রাসার বিভিন্ন আসবাবপত্র।
বিএনপি নেতা হাফেজ আজিজুল হক জানান- ঘটনারদিন বিএনপি’র কেন্দ্রিয় কর্মসূচী শান্তিপূর্ণ ইউনিয়ন পদযাত্রা কর্মসূচী সফল করতে উল্লেখিত মাদ্রাসা প্রাঙ্গনে দলের স্থানীয় নেতা-কর্মীরা জমায়েত হন। এসময় কর্মসূচী বানচাল করতে উপজেলা আওয়ামী লীগের সাধাররণ সম্পাদক সোমনাথ সাহার অনুসারী দলীয় নেতা-কর্মীরা উপস্থিত বিএনপি’র নেতা-কর্মীদের ওপর অতর্কিতে সশস্ত্র হামলা চালায়। এতে তিনিসহ বিএনপি নেতা আবুল কাশেম, সেকান্দর আলী, ছাত্রদল নেতা নুরুজ্জামান সোহেল, মিজানুর রহমান মিসু রক্তাত্ব আহত হন। এ সময় তাঁর ব্যক্তিগত প্রাইভেটকার, দলীয় নেতা-কর্মীদের ৫টি মটর সাইকেল, চেয়ার-টেবিলসহ মাদ্রাসার বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।

হাফেজ মোঃ আজিজুল  হক আরও বলেন- এর আগে গত মাসে বিএনপি’র কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে রাজপথে বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় তিনি রক্তাত্ব জখম হন।
এ বিষয়ে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা জানান- উল্লেখিত মাদ্রাসায় বিএনপি-জামাতের কতিপয় সদস্যরা জমায়েত হয়ে দেশ বিরোধী নাশকতামূলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য প্রায়ই গোপন মিটিং করতেন। শনিবার বিকেলে এ নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের জন্য মাদ্রাসায় মিটিং চলছিল। এসময় খবর পেয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা তাদেরকে প্রতিহত করেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান জানান- এ হামলার ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন তিনি।