নড়াইলে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও বেড় জাল বিতরণ

0
2
নড়াইলে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও বেড় জাল বিতরণ
নড়াইলে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও বেড় জাল বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও বেড় জাল বিতরণ করা হয়েছে। সোমবার সিনিয়র উপজেলা মৎস্যকর্মকর্তার কার্যালয়, নড়াইল সদর এর আয়োজনে নড়াইল সদরের মৎস্য বীজ উৎপাদন খামার চত্বরে “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষন ও উন্নয়ন” প্রকল্প মৎস্য অধিদপ্তর গোপালগঞ্জ এর আওতায় বিকল্প কর্মসংস্থানের জন্য এব সামগ্রী বিতরণ করা হয়েছে।

৫ জন করে (একটি দল) ৮টি দলের মাঝে প্রত্যেক দলকে ১ সেট করে বেড় জাল এবং ৪০ জন দরিদ্র জেলের মাঝে প্রত্যেককে ২টি করে ছাগল, ২৫ কেজি এক বস্তা খাবার, এ প্যাকেট ভিটামিন ও জিংক রিাপ দেয়া হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্দ হাবিবুর রহমান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ এনামুল হক বিশেষ অতিথি ছিলেন। জেলা ও সদর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, সাংবাদিক, উপকারভোগী জেলেরা এ সময় উপস্থিত ছিলেন।