গৌরীপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
5
গৌরীপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
গৌরীপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের গৌরীপুর তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সভাপতি ও ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য গোলাম সামদানী খান সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন- গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি। প্রধান আলোচক হিসেবে ছিলেন- ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোঃ মতিউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন- ময়মনসিংহ সৈয়দ নজরুল কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রফিক, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, ইউপি চেয়ারম্যান মোঃ আল ফারুক, মোঃ জায়েদুল ইসলাম, সালাহ উদ্দিন কাদের রুবেল, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম প্রমুখ।