লোহাগড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

0
4
লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও সার বিতরণ
লোহাগড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় খরিপ-১/ ২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ১শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রবীর কুমার সরকার প্রমুখ। বক্তারা দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের আহবান জানান। অফিস সূত্রে জানা গেছে, ১ বিঘা জমি চাষের জন্য প্রতি কৃষককে ৫ কেজি ধানের বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে দেওয়া হয়।