গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
নিলাম ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়ন পরিষদের একটি একতলা ভবন ভেঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে । কে বা কারা এ ভবনটি ভেঙ্গে নিয়েছে গেছে এ বিষয়ে মুখ খুলছেনা স্থানীয় জনগণ। প্রায় এক মাস আগে এ ঘটনাটি ঘটলেও রহস্যজনক কারণে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে নিরব ভূমিকা পালন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানা গেছে, পাঁচ কক্ষ বিশিষ্ট একতলা এ ভবনটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে নির্মিত হয়েছিল ১৯৮০’র দশকের শেষের দিকে। এ পরিষদের নতুন ভবন নির্মিত হওয়ার পর পুরাতন ভবনটি পরিত্যাক্ত অবস্থায় ছিল। সম্প্রতি নিলাম ছাড়াই এ ভবনটি প্রকাশ্যে ভাঙ্গার পর ইট, সুরকী, লোহার রডসহ অন্যান্য উপকরণ লুট করে নিয়ে গেছে কতিপয় লোকজন।
এ বিষয়ে জানতে চাইলে বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন জানান- ছাদ ধ্বসে পড়ায় পরিষদের এ পুরাতন একতলা ভবনটি পরিত্যাক্ত অবস্থায় ছিল। সম্প্রতি রাতের আঁধারে কে বা কারা এ ভবনটি ভেঙ্গে ইট-সুরকী নিয়ে গেছেন এ বিষয়ে তিনি কোন কিছু জানেন না।
উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব জানান- নিলাম ছাড়াই সরকারি এ ভবনটি ভাঙ্গা হয়েছে। তবে কে বা কারা এ ভবনটি ভেঙ্গে নিয়ে গেছেন এ বিষয়ে তিনি কোন কিছু জানেন না। খবরটি শুনার পর ঘটনাস্থলে অফিসের লোক পাঠিয়ে জানতে পারেন ঘটনাস্থলে পরিষদের পুরাতন ভবনটি নেই। ঘটনাটি তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছেন জানান এই কর্মকর্তা।
এ বিষয়য়ে জানতে চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সরকারি এ মোবাইল নম্বরে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে দু’বার কল করা হলে অপর প্রান্ত থেকে কলটি কেটে দেয়া হয়।