নড়াইলে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

0
6
নড়াইলে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা হয়েছে। নড়াইল সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার (৯ মে) সদর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান। চীফ স্পিকার হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়। কী নোট প্রেজেন্টার ছিলেন ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিচালক শেখ ফজলুল হক মণি।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল মাহমুদ তুফান, নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি ও বিএফএ’র পরিচালক মোঃ হাসানুজ্জামান,নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু,চন্ডীবরপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ভুইয়া,শাহাবাদ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া,সিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম হিটু, হবখালী ইউপি চেয়ারম্যান টিপু সুলতান, সমাজসেবক তাজুল ইসলাম প্রমুখ।