বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১১ মে) সকালে এনজিও সংস্থা ‘নাগরিক উদ্যোগ’ এর আয়োজনে উপজেলা পরিষদের সম্প্রসারিত কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেরা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান।
উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ কুমার বালা, মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক তৈমুর হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন, দরাজহাট ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, নাগরিক উদ্যোগের বিভাগীয় সমন্বয়কারী রাহিদুল ইসলাম, সহকারি সমন্বয়কারী পলাশ দাস, অশ্রুমোচন সংগঠনের সিএসও সদস্য নাছির উদ্দিন। মতবিনিময় সভায়, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ঋষি, জেলে, ট্রানজেন্ডারের সদস্য, ক্ষুদ্র-নৃগোষ্ঠির সদস্য, নাপিত, কাওরা, এ্যাডভোকেসি কমিটির সদস্য এবং প্রকল্পের চেইন এজেন্টরা উপস্থিত ছিলেন।