স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ায় মাদক রাখার দায়ে বি এম মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক (৫০) নামের সাবেক এক পুলিশ সদস্যকে ছয় মাসের কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৭ মে) রাতে লোহাগড়া উপজেলার নিরিবিলি পিকনিক স্পটের পাশ থেকে দুই বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ সাজা দেন। মোস্তাক লোহাগড়া পৌরসভাধীন রামপুর গ্রামের মৃত হাসিব বিশ্বাসের ছেলে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে পুলিশ বাহিনী থেকে ২০১২ সালে চাকুরিচ্যুত হন। তার বিরুদ্ধে লোহাগড়া থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিরিবিলি পিকনিক স্পটের পাশের রাস্তা থেকে দুই বোতল ফেনসিডিলসহ মোস্তাককে আটক করে পুলিশ। সে মাদক সেবনের পাশাপাশি ব্যবসার উদ্দেশ্যে মজুত করেছিলেন বলে দোষ স্বীকার করেছেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯এর ১(গ)/৩৬(১) সারণী ১৬ ধারা মোতাবেক তাকে ছয় মাসের কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ডের দেন আদালত। জব্দ করা দুই বোতল ফেনসিডিল জনসম্মুখে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, ফেনসিডিলসহ মোস্তাক নামে এক মাদক ব্যসায়ীকে আটক করে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড ও কারাদন্ড দেওয়া হয়েছে। তিনি চাকুরিচ্যুত সাবেক পুলিশ সদস্য।