নড়াইলে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

0
4
নড়াইলে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

জেলার কালিয়া উপজেলার পুুরুলিয়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হযেছে। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুর সাড়ে ১২টায় পুরুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনু সাহা।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো: নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার মো: ইব্রাহিম আল মামুন ও পুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হতে হবে। মাদকের কুফল ব্যক্তি,পরিবার তথা সমাজকে ধ্বংস করে দেয়।মাদক থেকে রক্ষা পেতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন শৃংখলা রক্ষা বাহিনীর পাশাপাশি অভিভাবক, জন প্রতিনিধিসহ সমাজের সচেতন মানুষের ভূমিকা বিশেষ প্রয়োজন বলে বক্তারা উল্লেখ করেন।