নড়াইলে জব্দ করা টিএসপি সারের মালিকের সন্ধানে পুলিশ

0
13
নড়াইলে অগ্নিকান্ডে

স্টাফ রিপোর্টার

নড়াইলে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান টিএসপি সার জব্দ করা হয়েছে। ঘটনার ৩ দিন পার হয়ে গেলেও জব্দ করা এ সারের রহস্যের জট খোলেনি। পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সারের মালিক বা সার পাচারকারিদের সনাক্ত করতে পারেনি। শনিবার (১৭ জুন) বিকালে নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সিংগাশোলপুর বাজারের পূর্ব পাশে টুটুলের ঘাট থেকে মির্জাপুর ফাঁড়ি পুলিশ এ সার জব্দ করে।

সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম হিটু বলেন, শনিবার বিকেলে সার আটক হয়েছে। সকালে ওখান থেকে ট্রাকে সার সরানো হয়েছে। সঠিক তদন্ত করলে মালিক বা পাচার চক্র পাওয়া যাবে। স্থানীয়দের অভিযোগ প্রায় ৫০০ বস্তা সার জব্দ করা হয়। সন্ধ্যার সময় বৃষ্টি আসলে অনেক সার সরিয়ে ফেলা হয়। তার আগে টুটুলের ঘাট থেকে ২ ট্রাক সার নওয়াপাড়ার দিকে নিয়ে যাওয়া হয়। নড়াইল সদর থানার ওসি ওবায়দুর রহমান সোমবার (২০জুন) জানিয়েছেন আটককৃত সারের পরিমান ১৫০ বস্তা। এ সারের মালিকের সন্ধান মিলাতে পুলিশ তদন্ত করছে।