স্টাফ রিপোর্টার
নড়াইল সদর উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনালে তুলারামপুর ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। তুলারামপুর ইউনিয়ন দল ৪-০ গোলে মুলিয়া ইউনিয়নকে পরাজিত করে সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন।
বৃহস্পতিবার (২২জুন) বিকালে শেখ রাসের মিনি ষ্টেডিয়ামে (কুড়িরডোব মাঠ) তুলারামপুর ইউনিয়ন ও মুলিয়া ইউনিয়ন ফুটবল দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় তুলারামপুর ইউনিয়ন দলের খেলোয়াড়রা বিরতির আগে ও পরে মোট ৪টি গোল করে জয় নিশ্চিত কলে। মুলিয়া ইউনিয়ন ফুটবল দলের খেলোয়াড়রা কোনভাবেই প্রতিপক্ষের দেয়া গোল শোধ করতে না পারায় রানার্স আপ হয়েই সন্তোষ্ট থাকতে হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে সমাপণী অনুৃষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ দাস, মুলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ বিশ্বাস, তুলারামপুর ইউপি চেয়ারম্যান টিপু সুলতান, কলোড়া ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইঁয়া প্রমুখ।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় গত ১৭ থেকে টুর্ণামেন্ট শুরু হয়। টুর্ণামেন্টে সদর উপজেলার ১২টি ইউনিয়নের বালক (অনুর্ধ্ব-১৭) দল অংশগ্রহণ করে।