নড়াইলে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী পলক

0
2
নড়াইলে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী পলক
নড়াইলে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী পলক

স্টাফ রিপোর্টার

নড়াইলের তরুণ-তরুণীরা ঘরে বসেই ইউরোপ আমেরিকার বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে ডলার আয় করবে। শুক্রবার (২৩ জুন) বিকালে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মালিবাগে প্রধান অতিথি হিসেবে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত গনমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যদান কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, “মাত্র ১৩ বছরে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর নেতৃত্বে প্রযুক্তি শিল্প থেকে রপ্তানী আয় দাড়িয়েছে ১.৪ বিলিয়ন ডলার। আমরা ২০২৫ সালে ৫ বিলিয়ন ডলার আয় করতে চাই। আমরা আশা করছি দ্রুতই এই আইটি ট্রেনিং সেন্টারের কাজ শেষ হবে এবং দুই বছরের মধ্যে কার্যক্রম শুরু করবো। ফলে নড়াইলের তরুন তরুনীরা ঘরে বসেই ইউরোপ আমেরিকার বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে ডলার আয় করবে। ”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাইল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান নিলু, পৌরসভার মেয়র মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করীম মুন প্রমুখ।