স্টাফ রিপোর্টার
’সবার আগে সুশাসন,জনসেবায় উদ্ভাবন’ এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ২৩ জুলাই রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এক র্যালী বের হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসক মো: আশফাকুল হক চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
র্যালী শেষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন সিভিল সার্জন ডা: সাজেদা বেগম, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মো: জুবায়ের হোসেন চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান,জেল সুপার মো: মুজিবুর রহমান, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস,শেখহাটি ইউনিয়ন পরিষদের সচিব মো: আরব আলী প্রমূখ।
বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারের উন্নয়নকে আরো তরান্বিত করতে সরকারি কর্মচারীদের আরো আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। জনগণের দোঁড়গোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে।দেশকে সম্মৃদ্ধি করতে আমরা যার যার অবস্থান থেকে নি:স্বার্থভাবে কাজ করে যাবো। স্মার্ট যুগে সেবাটাও স্মার্ট ও উন্নত হতে হবে।