স্টাফ রিপোর্টার
নড়াইল পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ পূর্ব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (২৪ জুলাই) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে নড়াইল পৌরসভার আয়োজনে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফাইনালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দক্ষিণ পূর্ব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বেতবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাচিত করে চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ খেলোয়ার দক্ষিণপূর্ব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় তরিকুল শ্রেষ্ঠ খেলোয়াড় ও শ্রেষ্ঠ তাহমিদ হাসান গোলদাতা নির্বাচিত হয়।
অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ভাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ খেলোয়াড় দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জ্যোতি বিশ্বাস ও শ্রেষ্ঠ গোলদাতা ভাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মরিয়ম।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নড়াইল পৌরসভার মেয়র জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা। এসময় জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রণোতোষ কুমার সেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল বাশার, শিক্ষক নেতা মোঃ আবুল বাশার, জাকির হোসেন বিপ্লব, আশিকুর রহমান দ্বীপ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। দিনব্যাপী এ প্রতিযোগীতায় নড়াইল পৌরসভার ৮টি প্রাথমিক বিদ্যালয়ের ১৬টি দল অংশগ্রহণ করে।