নড়াইলে “ক্যাডার বৈষম্য নিরসন চাই” এর দাবিতে সর্বাত্মক কর্মবিরতি

0
15
নড়াইলে “ক্যাডার বৈষম্য নিরসন চাই” এর দাবিতে সর্বাত্মক কর্মবিরতি
নড়াইলে “ক্যাডার বৈষম্য নিরসন চাই” এর দাবিতে সর্বাত্মক কর্মবিরতি

স্টাফ রিপোর্টারপ্র

প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ইউনিট এর আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে তাদের দাবি আদায়ের লক্ষে সোমবার (০২ অক্টোবর) সারাদিন ব্যাপি সর্বাত্মক কর্মবিরতি পালন করে অত্র কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারবৃন্দরা।

উক্ত কর্মবিরতি সভায় বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, প্রফেসর একেএম আহসান হাবিব, অধ্যাপক উদ্ভিদবিজ্ঞান বিভাগ, প্রফেসর অসীম কুমার সরকার, অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, অধ্যাপক বিশ্বজিৎ কুমার ভৌমিক, ইংরেজি বিভাগ, হায়দার আলী দেওয়ান, সহযোগি অধ্যাপক, গণিত বিভাগ, আনন্দ মোহন বিশ্বাস, সম্পাদক, শিক্ষক পরিষদ ও সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, আ, ন. ম আরিফুল হক, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, মুরাদুল ইসলাম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, তাহেরা বুলবুলী, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগসহ প্রমুখ। তাদের সকলের বক্তব্যের মাধ্যমে এটাই প্রকাশিত হয় যে, তাদের দাবি আদায় না হলে পরবর্তিতে আবার নতুন কর্মসূচির গ্রহণ করবে। উক্ত সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচিতে অত্র কলেজের প্রায় ৬০ জন সাধারণ শিক্ষা ক্যাডারগণ উপস্থিত ছিলেন।