স্টাফ রিপোর্টার
নড়াইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে ৯০এর গণ আন্দোলনের ছাত্রনেতা শহীদ চয়ন মল্লিকের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বাংলাদেশ ছাত্রলীগ, নড়াইল জেলা শাখা, জেলা যুবলীগ, ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধা এবং শহীদ মানিক ও চয়ন স্মৃতি সংসদ এর আয়োজনে কালোব্যাচ ধারন, শহীদ চয়ন মল্লিকের মুর্যালে পুস্পস্তবক অর্পন, সংক্ষিপ্ত শোক সভা, গণভোজ ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলনের আয়োজন করা হয়।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে শহীদ চয়ন মল্লিকের মুর্যালে বাংলাদেশ ছাত্রলীগ , নড়াইল জেলা শাখা, জেলা যুবলীগ, ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধাগণ, শহীদ মানিক ও চয়ন স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধা এর আহবায়ক আবু ফেরদৌস মিলনের সভাপতিত্বে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন মোল্য, ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধা কলাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডঃ মাহমুদুল হাসান কায়েস, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধা মোঃ কামরুজামান খান তুহিন, প্রিন্স মোল্যা, মোঃ মহিদুল ইসলাম মহিদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল, ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধা দিপক বোস, শাহরিয়ার উজ্জ্বল, সোনা সাহা, আওয়ামীলীগ.যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা, ৯০ এর গণ আন্দোলনের সময় বিএনপির সন্ত্রাসীর হাতে নিহত ছাত্রনেতা চয়ন মল্লিক হত্যার মামলার রায় পুনঃ বিচারের দাবি জানান। উল্লেখ্য ১৯৯১ সালে বিএনপির সন্ত্রাসীরা ছাত্রনেতা শহীদ চয়ন মল্লিককে নির্মম ভাবে হত্যা করে।