নড়াইলে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে সরকারি কাজে বাঁধা দানের অপরাধে কারাদণ্ড

0
9
আদালত
কোর্ট

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি ভূমি কর্মকর্তা মো.হায়দার আলীকে সরকারি কাজে বাঁধাদানের অপরাধে মো.মনিরুজ্জামান শুকুরকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। কালিয়ার সহকারি কশিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজ্যিষ্ট্রেট প্রদীপ্ত রায় দীপন পরিচালিত ভ্রাম্যমান আদালত এ আদেশ দিয়েছেন । বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় তিনি এ আদেশ দেন। মনিরুজ্জামান শুকুর নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোহাম্মাদ শেখের ছেলে এবং লোহাগড়া উপজেলা শহরের ওয়ালটন শোরুমের ম্যানেজার ।

উপ-সহকারি ভুমি কর্মকর্তা মো.হায়দার আলী জানান, লোহাগড়া বাজারের ওয়ালটনের শোরুমের ম্যানেজার মনিরুজ্জামান শুকুর তাঁর এক আত্মীয়ের কাছে পণ্য বেচাকেনার টাকা পান। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে হায়দার আলী তাঁর কর্মস্থল পেড়লী ইউনিয়ন ভূমি অফিসে আসলে শুকুর পাওনা টাকা আদায় করতে তাকে চাপ সৃষ্টি করে। টাকা না দিতে পারায় এক পর্যায়ে অফিস খুলতে না দিয়ে শুকুর তাঁকে মোটরসাইকেলে তুলে রামচন্দ্রপুরে নিয়ে যান। ঘটনাটি কালিয়া উপজেলা প্রশাসনের গোচরীভূত হলে প্রশাসনিক তৎপরতার মাধ্যমে ভূমি কর্মকর্তাসহ শুকুরকে বুধবার বিকাল ৫ টার দিকে কালিয়া উপজেলা ভূমি অফিসে হাজির করেন। ভ্রাম্যমান আদালতের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বার্হী ম্যাজ্যিষ্ট্রেট তখন সরকারি কর্মচারিকে সরকারি কাজে বাঁধাদানের অভিযোগে মনিরুজ্জামান শুকুরকে ২১ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

কালিয়ার সহকারি কশিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজ্যিষ্ট্রেট প্রদীপ্ত রায় দীপন বলেন,‘মনিরুজ্জামান ভূমিকর্মকর্তা মো.হায়দার আলীকে অফিস খুলতে না দিয়ে সরকারি কাজে বাঁধা দেন। এ অপরাধে দেশের প্রচলিত আইনে মনিরুজ্জামান শুকুরকে ২১ দিনের বিনাশ্রম কারা দন্ডাদেশ দেয়া হয়েছে।’