নড়াইলে ঈদের ছুটিতে একই বাড়ির তিনফ্লাটে দুধর্ষ চুরি, আটক-১

0
20
চুরি
চুরি

স্টাফ রিপোর্টার

ঈদের ছুটিতে নড়াইল শহরের মহিষখোলা এলাকার আব্দুল বাকী মাষ্টারের বাড়ির তিন ফ্লাটে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে । চোরেরা ভবনের গ্রিলকেটে ঘরে প্রবেশ করে মালামাল তছনছ করে নগদটাকা ও জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

ভূক্তভোগী ভাড়াটিয়ারা জানান, ঈদুল আযহার ছুটিতে তাঁরা বাসায় না থাকার সুযোগে ঈদের পরদিন রাতে বাড়ির মালিক,নড়াইলের একটি সরকারি দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাসহ তিন ফ্লাটে দুধর্ষ চুরি সংঘটিত হয়। চোরেরা বাড়ির গ্রিল কেটে নিচতলা ও দোতলার ঘরে ঢুকে মালামাল তছনছ করে নগদটাকা ও জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর শহরে চুরি আতংক বিরাজ করছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।