বিএনপির কোন্দলের জেরে জেলা সাঃ সম্পাদক মনিরুল গুলিবিদ্ধ, সংঘর্ষ, ৫ আহত, শহরে উত্তেজনা

0
27
বিএনপির কোন্দলের জেরে জেলা সাঃ সম্পাদক মনিরুল গুলিবিদ্ধ, সংঘর্ষ, ৫ আহত, শহরে উত্তেজনা
বিএনপির কোন্দলের জেরে জেলা সাঃ সম্পাদক মনিরুল গুলিবিদ্ধ, সংঘর্ষ, ৫ আহত, শহরে উত্তেজনা

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। অভিযোগ উঠেছে নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল এ গুলি করেছেন। বর্তমানে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে নড়াইল শহরে এ ঘটনা ঘটে।এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকে শহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বিএনপি ও সহযোগি সংগঠনের ৫ জন আহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকনেতা জানান, মঙ্গলবার বিকেলে সদরের হবখালী গ্রামে এক দলীয় নেতার জানাজা শেষে মনিরুল ইসলাম একটি মোটরসাইকেলে ফিরছিলেন। এ সময় কাগজীপাড়া গ্রামে বিএনপি নেতা মোস্তফা কামাল ও তার কয়েক সহযোগী মনিরুলের মোটরসাইকেল ঠেকিয়ে তাকে গুলি করে। গুলিটি তার পায়ে লাগে স্লিপ করে বেরিয়ে যায়। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তারা জানান।

নড়াইল সদর হাসপাতালের আরএমও ডা. সুজল বকসী জানান, মনিরুল ইসলাম এখন আশংকামুক্ত।
এ বিষয়ে জানার জন্য বিএনপি নেতা মোস্তফা কামালকে ফোন করলে তার দু’টি ফোনই বন্ধ পাওয়া যায়।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি শুনেছি। তবে কে বা কারা গুলি করেছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। নড়াইলের পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হবার ঘটনা শুনেছি। বিষয়টি সম্পর্কে আমরা খোঁজ-খবর নিচ্ছি।