স্টাফ রিপোর্টার
নড়াইলে নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে সিভিল সা*র্জন ডাঃ মোঃ আবদুল মোমেন বলেন, এর মধ্যে নড়াইল সদরে ৯জন ও লোহাগড়া উপজেলায় ১৪ জন নতুন করে করোনায় আক্রা’ন্ত হয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা এবং পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যসহ মোট এ পর্যন্ত ২শত ২১জন করোনায় আক্রা’ন্ত হয়েছেন। এর মধ্যে সদরে ৭৪ জন, লোহাগড়ায় ১শত২৪জন ও কালিয়ায় ২৩ জন। এর মধ্যে ৬৭ সুস্থ্য হয়েছেন এবং ৭জন মা*রা গেছেন।
এখন ১শত ৪৭ জন পজিটিভ রয়েছে। আজ ৬১ টি নমুনা সংগ্রহসহ এ পর্যন্ত মোট ১হাজার ৭ শত ৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, ১ হাজার ৬শত ২৩ টি রির্পোট পাওয়া গেছে, বাতিল হয়েছে ১৭৫ টি। ১শত ৩৬ টি নমুনা পেন্ডিং রয়েছে।
এ পযর্ন্ত জেলায় ১৮২৩জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, ছাড়পত্র পেয়েছে ১৮২০ জন। আইসো*লেশনে রো*গীর সংখ্যা ১৫২ জন। হাসপাতালে ভর্তি রো*গীর সংখ্যা ১১ জন।